Police Training

নতুন আইনে সড়গড় করতে প্রশিক্ষণ নিচুতলার পুলিশকর্মীদের

অনলাইনে অভিযোগ করলে তা-ও গ্রাহ্য করতে হয় পুলিশকে। এই নতুন নিয়মগুলি প্রায় এক বছর আগে চালু হলেও পুলিশের নিচুতলার একাংশ তাতে সড়গড় নন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৮:৫৪
Share:

ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার প্রশিক্ষণের ব্যবস্থা করল লালবাজার। —প্রতীকী চিত্র।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) বিভিন্ন ধারা অনুযায়ী, তদন্তে ঘটনাস্থল থেকে কিছু বাজেয়াপ্ত করতে হলে তার ভিডিয়ো করে রাখা বাধ্যতামূলক। যা জমা দিতে হয় আদালতে। এখন আবার অনলাইনে অভিযোগ করলে তা-ও গ্রাহ্য করতে হয় পুলিশকে। এই নতুন নিয়মগুলি প্রায় এক বছর আগে চালু হলেও পুলিশের নিচুতলার একাংশ তাতে সড়গড় নন। এ বার তাঁদের জন্য ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার প্রশিক্ষণের ব্যবস্থা করল লালবাজার।

চলতি সপ্তাহে বিভিন্ন থানা এই প্রশিক্ষণের ব্যবস্থা করে। মূলত সহকারী নগরপাল ও ওসিরা এই প্রশিক্ষণ দেন। এক পুলিশকর্তা জানান, গত বছর ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চালু হওয়ার আগে সাব-ইনস্পেক্টর, ইনস্পেক্টর ও সহকারী নগরপালদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

কোনও অপরাধের তদন্তে ঘটনাস্থল থেকে কিছু বাজেয়াপ্ত করা বা সেই কাজের ভিডিয়ো তোলা— সবই করতে হয় মূলত তদন্তকারী অফিসারের অধীনস্থ নিচুতলার কর্মীদের। কিন্তু তাঁদের প্রশিক্ষণ না থাকায় কাজে অসুবিধা হচ্ছিল। তাই থানায় কর্মরত হোমগার্ড, কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছে, এই প্রশিক্ষণ যাতে একাধিক বার দেওয়া হয়, তার ব্যবস্থা করতে সব থানাকেই বলা হয়েছে। যাতে নিচুতলার পুলিশকর্মীরা তাতে সড়গড় হয়ে ওঠেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন