ধর্ষণের অভিযোগে ধৃত সিপিএম নেতা

ধর্ষণের অভিযোগে সিপিএমের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। রহিচউদ্দিন মোল্লা নামে বছর পঞ্চান্নর ওই নেতা দলের মথুরাপুর ১ জোনাল কমিটির সম্পাদক। বাড়ি কালিকাপুর গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০১:০১
Share:

ধর্ষণের অভিযোগে সিপিএমের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। রহিচউদ্দিন মোল্লা নামে বছর পঞ্চান্নর ওই নেতা দলের মথুরাপুর ১ জোনাল কমিটির সম্পাদক। বাড়ি কালিকাপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ধরে পুলিশ। বিধানসভা ভোটের সময়ে শাসকদলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ঘরছাড়া হয় সিপিএম সমর্থক একটি পরিবার। মথুরাপুরের মতিকালী মোড়ের কাছে দলীয় কার্যালয়ে তাঁদের আশ্রয় দেয় দল। কিছু দিন পরে স্বামী-ছেলে সেখান থেকে চলে গেলেও মহিলা থেকে গিয়েছিলেন। বৃহস্পতিবার লিখিত অভিযোগে তিনি পুলিশকে জানিয়েছেন, বছরখানেক ধরে রহিচ তাঁকে ধর্ষণ করেছেন। মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, এই ঘটনায় রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছে সিপিএম। দলের নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হয়েছে ওই নেতাকে।’’ তৃণমূ‌লের মদতেই মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন বলেও তাঁর দাবি। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সহ সভাপতি শান্তনু বাপুলি অবশ্য বলেন, ‘‘এর পিছনে দলীয় ইন্ধন জোগানোর প্রশ্নই নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement