Sundarbans

Sundarbans: স্কুল পড়ুয়াদের নিয়ে সাইকেল মিছিলে সুন্দরবন বাঁচানোর আবেদন

রাজ্য সরকারের কন্যাশ্রী কর্মসূচিতে পাওয়া সাইকেল নিয়ে এলাকায় স্কুলছাত্রীরা কোভিড প্রোটোকল অনুসরণ করে র‌্যালিতে অংশ নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোসাবা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৮
Share:

সাইকেল মিছিলে স্কুল পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসবে শামিল হয়ে সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার বন্যপ্রাণপ্রেমী সংগঠন ‘শের’। বৃহস্পতিবার ছোট মোল্লাখালি এলাকার কালিদাসপুরে স্কুলপড়ুয়াদের নিয়ে হল এক অভিনব ‘সাইকেল র‌্যালি’।

Advertisement

শের-এক কর্ণধার তথা রাজ্য বন্যপ্রাণ উপদেষ্টা পর্ষদের সদস্য জয়দীপ কুণ্ডু জানিয়েছেন, অমৃত মহোৎসব কর্মসূচির অংশ হিসাবেই ভারতের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের সহায়তার তাঁদের এই উদ্যোগ। সহযোগিতা করেছে কালীদাস জেএফএমসি। রাজ্য সরকারের কন্যাশ্রী কর্মসূচিতে পাওয়া সাইকেল নিয়ে এলাকায় স্কুলছাত্রীরা কোভিড প্রোটোকল অনুসরণ করে র‌্যালিতে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি

সাইকেল যাত্রার সূচনা করেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সহকারি ফিল্ড ডিরেক্টর পার্থপ্রতীম ত্রিপাঠী। কালিদাসপুর জেএফএমসি এলাকার স্কুল ভবনে সাইকেল মিছিল শেষ হওয়ার পর একটি সংক্ষিপ্ত শিল্প-প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বসিরহাট রেঞ্জের বনকর্মীদের সঙ্গে হাজির ছিলেন রেঞ্জ অফিসার মৃত্যুঞ্জয় বিশ্বাস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন