ভূগর্ভস্থ পথ পরিদর্শনে ডিআরএম

এ দিন বারাসত স্টেশনে এসে রেলের বিভিন্ন পরিষেবাও খতিয়ে দেখেন ডিআরএম। প্রথমে তিনি যান, ১২ নম্বর রেলগেটের কাছে ওই ভূগর্ভস্থ পথে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৬
Share:

এ দিন বারাসত স্টেশনে এসে রেলের বিভিন্ন পরিষেবাও খতিয়ে দেখেন ডিআরএম।

Advertisement

বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পারাপারে জন্য বারাসত স্টেশনে ভূগর্ভস্থ পথ তৈরি হয়েছে। কিন্তু নতুন তৈরি ওই ভূগর্ভস্থ পথের ছাদ থেকে আবার জল পড়াও শুরু হয়েছে। রয়েছে আরও সমস্যা। শনিবার বারাসতে ওই ভূগর্ভস্থ পথ পরিদর্শনে আসেন পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রভাস দানসেনা। তিনি বলেন, ‘‘ওই পথে কিছু সমস্যা রয়েছে। সেগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা করা হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হবে। প্রতিনিয়ত ওই পথে নজরদারিও চলবে।’’

এ দিন বারাসত স্টেশনে এসে রেলের বিভিন্ন পরিষেবাও খতিয়ে দেখেন ডিআরএম। প্রথমে তিনি যান, ১২ নম্বর রেলগেটের কাছে ওই ভূগর্ভস্থ পথে। এর পরে বারাসত স্টেশনে রেলের স্বাস্থ্যকেন্দ্র, আরপিএফ ও জিআরপি অফিস ঘুরে দেখেন। স্টেশনে পানীয় জল-সহ বিভিন্ন পরিষেবার হালও ঘুরে দেখেন ডিআরএম।

Advertisement

বারাসত-বনগাঁ এবং বারাসত-বসিরহাট শাখার বিভিন্ন স্টেশনে পানীয় জল, শৌচাগার এবং প্ল্যাটফর্মে ছাউনির সমস্যা রয়েছে। তা নিয়ে প্রশ্ন করলে ডিআরএম জানান, রেলের নিয়মেই রয়েছে, টিকিট বিক্রির উপরে নির্ভর করে স্টেশনে পরিষেবার ব্যবস্থা করা হয়। যেখানে যা প্রয়োজন সেই মতো কাজ চলছে। এর পরে

আরও কিছু প্রয়োজন হলে সে সব কাজও করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন