Tmc

তৃণমূলের সভামঞ্চের সামনে চটুল নাচ

 তৃণমূলের সভামঞ্চের সামনে চটুল নাচের অভিযোগ উঠল। স্বল্পবসনা এক নর্তকীকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড় শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৭
Share:

তখন চলছে নাচ। নিজস্ব চিত্র

তৃণমূলের সভামঞ্চের সামনে চটুল নাচের অভিযোগ উঠল। স্বল্পবসনা এক নর্তকীকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার শোনপুর বাজারে। এ দিন তৃণমূলের জেলা পরিষদ সদস্য নান্নু হোসেনের ডাকে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে জনসভার আয়োজন করা হয়। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীও। কয়েক বছর আগে ভাঙড় থানার সামনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও এ ধরনের চটুল নাচের আয়োজন হয়েছিল। সে বার দলের তরফ থেকে তৎকালীন জেলা পরিষদ সদস্য মির তাহের আলিকে বহিষ্কার করা হয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস বলেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি।" নান্নু অবশ্য বলেন, "আমার সভামঞ্চ তো দূরের কথা, মঞ্চের আশপাশেও এ ধরনের ঘটনা ঘটেনি। আমাকে বদনাম করতে মঞ্চ থেকে অনেক দূরে হয় তো কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করলে সবটা স্পষ্ট হয়ে যাবে।"

Advertisement

ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস বলেন, এ ধরনের জনসভার খবর আমার জানা নেই। এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেননি। এটা তৃণমূলের সংস্কৃতির মধ্যে পড়ে না। বিষয়টি দল খতিয়ে দেখবে। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন