বাবার পুলিশ হেফাজত

জমি নিয়ে বিবাদ এবং তার জেরে ছেলেকে খুনের অভিযোেগ সাত দিনের পুলিশ হেফাজত হল বাবা সোহরাব সর্দার-সহ তিন জনের। বৃহস্পতিবার মামলাটি বসিরহাট আদালতে উঠেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৪৫
Share:

জমি নিয়ে বিবাদ এবং তার জেরে ছেলেকে খুনের অভিযোেগ সাত দিনের পুলিশ হেফাজত হল বাবা সোহরাব সর্দার-সহ তিন জনের। বৃহস্পতিবার মামলাটি বসিরহাট আদালতে উঠেছিল। আড়াই বিঘা জমির জন্য প্রায়ই বাবাকে গুলি করে লাশ ফেলে দেওয়ার হুমকি দিত বড় ছেলে বাবলু। বছর দু’য়েক ধরে নিজের ছেলের মুখে খুনের শাসানিতে তটস্থ হয়ে বাবা সোহরাব সর্দার ছেলেকেই পাল্টা খুনের ছক কষে। এই কাজে জামাই মনিরুলের সঙ্গে শলা করে ভাড়াটে খুনি মফিজুলকে ঠিক করে তিনি। চুক্তি ছিল কাজ হলেই পঁচিশ হাজার টাকা দেবে সোহরাব। ৩০ মে খুন হন বাবলু। কিন্তু বাবলু খুনের কোনও সূত্র খুঁজে পাচ্ছিলেন না পুলিশ অফিসারেরা। এরপর ১৭ জুন সোহরাব সর্দার, মনিরুল সর্দার ও মফিজুল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। আদালত থেকে বেরিয়ে সোহরাব বলেন, ‘‘ছেলেটা এমন অত্যাচার শুরু করেছিল যে মাথার ঠিক ছিল না। কিন্তু এখন বুঝেছি বড় রকম ভুল হয়ে গিয়েছে। ছেলের সঙ্গে মেয়ে, বৌমা এবং স্ত্রীর সর্বনাশ করলাম। যা আর এ জীবনে সংশোধন করা য়াবে ন‌া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement