Tiger Attack

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবী, শোকের ছায়া কুলতলিতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁটামারি বটতলার বাসিন্দা শম্ভু রবিবার সকালে অমৃত প্রামাণিকের নৌকায় করে আরও দুই মৎস্যজীবীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের নদীপথে মাছ ও কাঁকড়া ধরতে বার হন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২৩:১৮
Share:

—প্রতীকী চিত্র।

নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি সোমবার সকালে সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন এলাকার ঘটেছে। খবর গ্রামে পৌঁছোনোর পর শোকের ছায়া নেমে এসেছে কুলতলির কাঁটামারি বটতলা এলাকায়।

Advertisement

মৃতের নাম শম্ভু সর্দার(৩০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁটামারি বটতলার বাসিন্দা শম্ভু রবিবার সকালে অমৃত প্রামাণিকের নৌকায় করে আরও দুই মৎস্যজীবীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের নদীপথে মাছ ও কাঁকড়া ধরতে বার হন। সোমবার সকালে নৌকায় বসে থাকার সময় হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। পিছন দিক থেকে আক্রমণ করে শম্ভুকে টানতে শুরু করে জঙ্গলের দিকে। অন্য সঙ্গীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি আর রক্ষা পাননি। পরে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, বহু বছর আগে শম্ভুর স্ত্রী মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা ও তাঁর দুই ছোট সন্তান। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement