মণ্ডপ তৈরির কাজ বন্ধ ইদের নমাজের জন্য

গোবরডাঙা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়পাড়া এলাকায় সম্প্রীতির এই ছবিটি বেশ পুরনো। দুই ধর্মের মানুষ একে অন্যের উৎসবে সহযোগিতা করেন।

Advertisement

সীমান্ত মৈত্র

গোবরডাঙা  শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩৩
Share:

সহাবস্থান: শনিবার গোবরডাঙায় তোলা নিজস্ব চিত্র

ছোট্ট মাঠে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে। ওই মাঠেই শনিবার সকালে ইদের নমাজ পড়লেন শ’দুয়েক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য এ দিন মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখা হয়েছিল।

Advertisement

গোবরডাঙা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়পাড়া এলাকায় সম্প্রীতির এই ছবিটি বেশ পুরনো। দুই ধর্মের মানুষ একে অন্যের উৎসবে সহযোগিতা করেন।

শনিবার নমাজের পরে সিমুই-লাচ্ছা সহযোগে মিষ্টি মুখ করলেন অনেকে। হাজির ছিলেন পুরপ্রধান সুভাষ দত্ত, কাউন্সিলর শঙ্কর দত্ত, বুলি দত্ত-সহ হিন্দু ধর্মের বহু মানুষ। নমাজের পরে হিন্দুদের সঙ্গে কোলাকুলি করলেন মুসলিমরা। সুভাষবাবুর কথায়, ‘‘সম্প্রীতির এমন ছবি বহু বছর ধরে আমরা দেখে আসছি। দীর্ঘ দিন ধরেই দুই সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করে আসছেন। একে অন্যের বিপদে-আপদে পাশে থাকেন। বর্তমানে সময়ে যা খুবই গুরুত্বপূর্ণ।’’

Advertisement

স্থানীয় ইয়ং ক্লাবের পক্ষ থেকে ওই মাঠে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ক্লাবের সম্পাদক মলয় চৌধুরী বললেন, ‘‘ইদে যেমন আমরা ওঁদের সহযোগিতা করি, তেমনই দুর্গাপুজোর আয়োজনে ওঁরাও আমাদের পাশে থাকেন। পুজো কমিটির মধ্যে মুসলিম সম্প্রদায়ের যুবকেরাও সামিল।’’

গড়পাড়া মসজিদ কমিটির সম্পাদক আবু বক্করের কথায়, ‘‘খুবই শান্তিপূর্ণ ভাবে এখানে ইদ ও পুজো হয়ে আসছে।’’ স্থানীয় বাসিন্দা তথা নাট্য পরিচালক মহম্মদ সেলিম মণ্ডল জানান, এক সঙ্গে ইদ ও দুর্গা পুজোর আয়োজন এলাকার ঐতিহ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন