সুমন পাল নামে যুবককে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। —নিজস্ব ছবি।
সুন্দরবন বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায়। নিখোঁজ পর্যটকের নাম সুমন পাল। তিনি দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা। ২২ জনের একটি পর্যটকদলের সঙ্গে ছিলেন ওই যুবক। এখনও তাঁর খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি ২২ জনের একটি পর্যটকদল সুন্দরবন বেড়াতে গিয়েছিল। শনিবার রাতে ওই দলটি মাতলা নদীর তীরে একটি নৌকায় রাত্রিযাপন করছিল। সেই সময়ে দুর্ঘটনা হয়। মাঝির দাবি, পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যান সুমন। মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি। তাঁকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন কয়েক জন। কিন্তু তার পরেও সুমনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
‘মঙ্গলচণ্ডী’ নামে নৌকার মাঝি শুভেন্দু সর্দার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘‘১৬ তারিখ সুন্দরবন ঘুরতে আসেন দাদারা। নৌকায় কৈখালিতে রাত কাটিয়েছিলাম আমরা। শনিবার সাড়ে ১১টা নাগাদ সকলে নৌকায় ছিলাম। এক দাদা ভাত নিয়ে নামতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যান। আমাদের এক দাদা জলে ঝাঁপ দেন। তার পর সারা রাত ধরে খোঁজ করেছি। কোথাও পাইনি।’’
রবিবার সকালে সুমনের সঙ্গীরা কুলতলি থানায় গিয়ে পুরো ঘটনা জানান পুলিশকে। নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা পর্যটকদলে ও এলাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে।