এ বার কি ডেঙ্গি থাবা বসাল হাবরা শহরে? ৬ বছরের এক বালিকার রক্ত পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গির জীবাণু। শু

এ বার কি ডেঙ্গি থাবা বসাল হাবরা শহরে? ৬ বছরের এক বালিকার রক্ত পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গির জীবাণু।শুক্রবার বিকেলে স্থানীয় ৩ নম্বর রেল কলোনির বাসিন্দা দীপালি বিশ্বাস তাঁর ৬ বছরের মেয়ে প্রিয়ঙ্কাকে প্রবল জ্বর নিয়ে ভর্তি করেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০১:৪৭
Share:

চিকিৎসা চলছে প্রিয়ঙ্কার। শনিবার তোলা নিজস্ব চিত্র।

এ বার কি ডেঙ্গি থাবা বসাল হাবরা শহরে? ৬ বছরের এক বালিকার রক্ত পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গির জীবাণু।

Advertisement

শুক্রবার বিকেলে স্থানীয় ৩ নম্বর রেল কলোনির বাসিন্দা দীপালি বিশ্বাস তাঁর ৬ বছরের মেয়ে প্রিয়ঙ্কাকে প্রবল জ্বর নিয়ে ভর্তি করেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে মশারি টাঙিয়ে রেখে চিকিৎসা করা হচ্ছে। সঙ্গে দীপালিদেবীও রয়েছেন।

তিনি জানান, জুলাই মাসের ১১ তারিখ মেয়ে প্রবল জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে ভালও হয়ে যায়। কিন্তু দিন কয়েক আগে ফের জ্বর আসে। স্থানীয় প্যাথলজি সেন্টার থেকে রক্ত পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়া গিয়েছে। তাতে বলা হয়েছে, ডেঙ্গি হয়েছে। দীপালিদেবী বলেন, ‘‘বাড়ির পিছন দিয়ে নালা চলে গিয়েছে। তাতে মশার উপদ্রব দেখা দিয়েছে।’’

Advertisement

হাবরা স্টেট জেনারেল হাসপাতালের সুপার শঙ্করলাল ঘোষ বলেন, ‘‘মেয়েটির পরিবাবের পক্ষ থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে রক্ত পরীক্ষা করা হয়েছিল। তাতে ডেঙ্গি ধরা পড়েছে। আমরা ফের সোমবার বারাসত হাসপাতাল থেকে ওই বালিকার রক্ত পরীক্ষা করাব।’’

পুরসভা সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে মশা মারার স্প্রে ও ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু হয়েছে। পুরপ্রধান নীলিমেশ দাস বলেন, ‘‘পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি সম্পর্কে বোঝাচ্ছেন। মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিলির কাজ শুরু করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন