সাইকেল উল্টে পড়ে পুকুরে ডুবে গেল কিশোরী

পুলিশ জানায়, মৃতার নাম অঞ্জনা দাস। বাড়ি কদম্বগাছির হেমন্ত বসু নগরে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। পরিজনেরা জানিয়েছেন, রোজই ভাইকে সাইকেলে বসিয়ে খেলতে নিয়ে যেত অঞ্জনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩২
Share:

—প্রতীকী ছবি।

ভাইকে নিয়ে সাইকেলে চেপে খেলতে যাচ্ছিল দিদি। বেসামাল হয়ে সাইকেল উল্টে দু’জনেই পড়ে যায় পুকুরে। খোঁজাখুঁজির পরে চার বছরের ভাইকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি ১৩ বছর বয়সি দিদিকে। বুধবার দত্তপুকুরের কদম্বগাছিতে এই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশ জানায়, মৃতার নাম অঞ্জনা দাস। বাড়ি কদম্বগাছির হেমন্ত বসু নগরে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। পরিজনেরা জানিয়েছেন, রোজই ভাইকে সাইকেলে বসিয়ে খেলতে নিয়ে যেত অঞ্জনা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার একটি পুকুরের ধার দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অঞ্জনা। পুকুরে গিয়ে পড়ে দু’জনেই। সাইকেলটি পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তখনই পুকুরে শুভকে খাবি খেতে দেখে তাকে উদ্ধার করা হয়। পরে অঞ্জনার খোঁজে পুকুরে তল্লাশি চালানো হয়। রাতের দিকে তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement