পুলিশের গাড়ির ধাক্কা, মৃত ছাত্রী

ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী অনু সাইকেল চালিয়ে বি টি রোড ধরে যাচ্ছিলেন। পিছনে তীব্র গতিতে আসছিল পুলিশের গাড়িটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ০১:৪২
Share:

মৃত ছাত্রী অনু চৌধুরী।—নিজস্ব চিত্র।

ভোরে ফাঁকা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বছর উনিশের কলেজছাত্রীটি। কিন্তু মাঝপথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর। পুলিশ জানিয়েছে, ছাত্রীটির নাম অনু চৌধুরী। চালক-সহ গাড়িটিকে আটক করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার ভোর পৌনে ছ’টায় ঘটনাটি ঘটেছে টিটাগড়ে ব্রহ্মস্থানের কাছে বি টি রোডে। পুলিশ জানিয়েছে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী অনু সাইকেল চালিয়ে বি টি রোড ধরে যাচ্ছিলেন। পিছনে তীব্র গতিতে আসছিল পুলিশের গাড়িটি। সেটির ধাক্কায় তিনি ছিটকে পড়েন। আঘাত লাগে মাথায়। পুলিশের গাড়ির চালকই অনুকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ও পরে আর জি করে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই ছাত্রীটির মৃত্যু হয়েছে।

তুবড়ে গিয়েছে অনুর সাইকেল। নিজস্ব চিত্র

Advertisement

টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অনুদের বাড়ি। দরিদ্র পরিবার। টিটাগড়ের পুর চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বলেন, ‘‘পড়ার খরচ চালাতে টিউশনি করত মেয়েটা। সিভিক পুলিশে চাকরির আবেদন করেছিল। মৃত্যুটা মর্মান্তিক। পুরসভার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে।’’ পুলিশ জানিয়েছে, ব্যারাকপুর থানার ওই গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিসি (১) কে কান্নান বলেন, ‘‘মেয়েটি আচমকা ডান দিকে সরে আসায় সাইকেলের পিছনের চাকায় ধাক্কা লাগে পুলিশের গাড়ির। ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে।’’ ঘটনার পরে স্থানীয়েরা টিটাগড় থানায় বিক্ষোভ দেখান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement