ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার খড়দহে

এক প্রতিবেশীকে ফোন করে ছেলের খোঁজ নিতে অনুরোধ করেন ঝুমাদেবী। কিন্তু ওই প্রতিবেশীও বারবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিষয়টি তাঁকে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৫:০১
Share:

দশম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দহ থানা এলাকার পানশিলায়। পুলিশ জানায়, ওই কিশোরের নাম স্বপ্নদীপ দাস (১৫)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড পানশিলার বাসিন্দা পেশায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের অস্থায়ী কর্মী সঞ্জয় দাস ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ঝুমাদেবীর একমাত্র ছেলে স্বপ্নদীপ। সোদপুর হাইস্কুলের ছাত্র ছিল সে। ঘটনার দিন রাতে খড়দহ উত্তরপল্লিতে ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন ঝুমাদেবী। সঞ্জয়বাবুও কাজে বেরিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, স্বপ্নদীপের কাকা ও কাকিমাও বাড়িতে ছিলেন না। একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তাঁরা। ফলে সেই সময়ে বাড়িতে একাই ছিল দশম শ্রেণির ওই পড়ুয়া।

ওই ছাত্রের পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, রাত হয়ে যাওয়ায় ছেলেকে বারবার ফোন করতে থাকেন ঝুমাদেবী। কিন্তু প্রতি বারেই দেখা যায়, স্বপ্নদীপের মোবাইল ফোনটি বন্ধ। তখন সন্দেহ হওয়ায়

Advertisement

এক প্রতিবেশীকে ফোন করে ছেলের খোঁজ নিতে অনুরোধ করেন ঝুমাদেবী। কিন্তু ওই প্রতিবেশীও বারবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিষয়টি তাঁকে জানান। এর পরে তড়িঘড়ি বাড়ি ফিরে এসে ঝুমাদেবী দেখেন, দোতলার সিঁড়ির রেলিং থেকে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলছে স্বপ্নদীপ। এর পরে প্রতিবেশী ও পরিজনেরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্বপ্নদীপকে। সেখানে চিকিৎসকেরা ওই ছাত্রকে মৃত বলে ঘোযণা করেন।

বুধবার ওই ছাত্রের মামা পলাশ সিংহ বলেন, ‘‘খুবই মিশুকে ও মেধাবী ছাত্র ছিল স্বপ্নদীপ।

কিন্তু ঠিক কী কারণে এমন ঘটল, কিছুই বুঝতে পারছি না।’’ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন