হেলমেট ছাড়া বাইক-র‌্যালিতে, জরিমানা

সংগঠনের মোটরবাইক র‌্যালিতে হেলমেট ছাড়া যোগ দেওয়ার অভিযোগে পাঁচ বিজেপি কর্মীকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এদের জরিমানা করায় রবিবার উত্তেজনা ছড়াল হাবরা শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৯
Share:

সংগঠনের মোটরবাইক র‌্যালিতে হেলমেট ছাড়া যোগ দেওয়ার অভিযোগে পাঁচ বিজেপি কর্মীকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এদের জরিমানা করায় রবিবার উত্তেজনা ছড়াল হাবরা শহরে।

Advertisement

ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা ১ নম্বর রেলগেট, সপ্তপল্লি, চোংদা এবং হাবরা থানার সামনে প্রায় দেড় ঘণ্টা যশোর রোড অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পুলিশের মারে কয়েকজন দলীয় কর্মী আহত হন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। পাঁচ বিজেপি কর্মীকে থানা ছেড়ে দিলে অবরোধ ওঠে।মারধরের অভিযোগে উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের দাবি, বেপরোয়া ভাবে বাইক চালানোর অভিযোগে পাঁচ জনকে ধরে থানায় আনা হয়েছিল। জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিজেপি যুব মোর্চার উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন উপলক্ষে ওই বাইক-র‌্যালির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের যুব মোর্চার রাজ্য সভাপতি তুষার ঘোষ এবং জেলা বিজেপির সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির অবরোধের জেরে শহরে যানজট হয়। পুলিশের ভূমিকার সমালোচনা করে জেলা বিজেপির সহ-সভাপতি বিপ্লব হালদার বলেন, ‘‘অনেক জায়গাতেই তৃণমূলের বাইক-মিছিলে হেলমেট পড়তে দেখা যায় না। সে সময় পুলিশ কিছু বলে না। পুলিশ এখানে পক্ষপাতমূলক কাজ করেছে।’’ এলাকার বিধায়ক তথা মন্ত্রীর চক্রান্তে পুলিশ ওই কাজ করেছে বলে তাঁর অভিযোগ। বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চক্রান্তের অভিযোগ মানেননি। তিনি বলেন, ‘‘যাঁরাই হেলমেট ছাড়া বাইকে যাতায়াত করবেন, পুলিশ তাঁদের বিরুদ্ধেই পদক্ষেপ করবে। আমরা কেন ওদের মিছিলের ব্যাঘাত ঘটাব?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement