অশোকনগরে ছিনতাইয়ের চেষ্টা, মারধর

নদিয়া জেলার হরিণঘাটার হাঁড়িপাড়া এলাকার বাসিন্দা দুধ ব্যবসায়ী তাপস ঘোষ এ দিন হাবরার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সে সময় দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে ঠিকই। কিন্তু তাঁরা আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ এগোতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৮:০০
Share:

সকাল ১১টা। ব্যাঙ্ক থেকে প্রায় তিন লক্ষ টাকা তুলে সড়কের পাশে বাইক দাঁড় করিয়ে জরুরি কাজ করছিলেন এক ব্যবসায়ী। হঠাৎ বাইক নিয়ে তিন দুষ্কৃতী এসে দাঁড়ায়। পিছন থেকে তাঁর মাথায় অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। ব্যবসায়ীর চিৎকারে এক যুবক এসে ওই দুষ্কৃতীদের তাড়া করে একজনকে ধরে ফেলেন। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

বুধবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের বনবনিয়া সুকান্ত-সরণিতে। পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলার হরিণঘাটার হাঁড়িপাড়া এলাকার বাসিন্দা দুধ ব্যবসায়ী তাপস ঘোষ এ দিন হাবরার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সে সময় দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে ঠিকই। কিন্তু তাঁরা আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ এগোতে পারেননি। এমন সময় অমিত বারুই নামে এক ইলেকট্রিক দোকানের মালিক আগ্নেয়াস্ত্রের ভয় উপেক্ষা করেই দুষ্কৃতীদের তাড়া করেন। ভয়ে দুষ্কৃতীরা উল্টো দিকে দৌড়তে শুরু করে।

Advertisement

দু’জন পালাতে পারলেও এক দুষ্কৃতীকে জনতা ধরে ফেলে। শুরু হয় গণধোলাই। খবর পেয়ে পুলিশ এসে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে গ্রেফতার করে। অমিতবাবু বলেন, ‘‘চোখের সামনে এই ঘটনা মেনে নিতে পারিনি। তাই প্রতিবাদ করি। তখন আর ভয় করেনি।’’

তবে তাপসবাবুর দাবি, ওই দুই দুষ্কৃতী যাওয়ার সময় তাঁর ব্যাগ থেকে এক লক্ষ টাকা নিয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘‘অমিতবাবুর জন্য প্রাণে বেঁচে গিয়েছি। তিনিই প্রথম সাহস করে দুষ্কৃতীদের তাড়া করেন।’’ অশোকনগর থানায় অভিযোগ হয়েছে। তবে দিনের বেলা প্রকাশ্যে এই ঘটনা ঘটায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement