মতুয়া মেলায় নিরাপত্তার কথা ভেবে আটক হচ্ছে বেআইনি মদ

মতুয়া ধর্মের পীঠস্থান গাইঘাটার ঠাকুরনগরে শনিবার থেকে শুরু হতে চলেছে মতুয়া ধর্ম মহামেলা। শনিবার রাতে ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বিদেশ থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ওই মেলায় যোগ দিতে আসবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০৪:১১
Share:

প্রস্তুতি: শুরু হবে মেলা। ছবি: নির্মাল্য প্রামাণিক

মতুয়া ধর্মের পীঠস্থান গাইঘাটার ঠাকুরনগরে শনিবার থেকে শুরু হতে চলেছে মতুয়া ধর্ম মহামেলা। শনিবার রাতে ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বিদেশ থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ওই মেলায় যোগ দিতে আসবেন। ইতিমধ্যেই অনেকে আসতে শুরু করেছেন। প্রতি বছর মতুয়া ধর্মের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরনগরে মহামেলা বসে।

Advertisement

মেলায় নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না থাকে, সে জন্য পদক্ষেপ করছে জেলা পুলিশ। ইতিমধ্যেই ঠাকুরনগরে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশ জানায়, আইন-শূঙ্খলা ঠিক রাখতে বনগাঁর এসডিপিও অনিল রায়ের নেতৃত্বে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে চলছে রাতভর অভিযান। কয়েকজন মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। আটক হয়েছে প্রচুর মদ। গত বছর মেলা চলাকালীন মদ খাওয়া নিয়ে বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওটে। এ বার তাই মদের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন অনিলবাবু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বার ২৫ জন অফিসার থাকছেন মেলায়। পুলিশ কর্মী থাকছেন ১০০ জন। মহিলা পুলিশ কর্মী থাকছেন ৪০ জনের মতো। সঙ্গে সিভিক ভলান্টিয়ার্সও রয়েছে। নিরাপত্তার বিষয়টি নেতৃত্ব দেবেন এসডিপিও। পুলিশ সুপার সর্বক্ষণ নিরাপত্তার উপরে নদরদারি চালাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন