এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেড়াচাঁপা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সন্তু গোলদার। তেরো বছর আগে হাবরার নখরউখড়ার বাসিন্দা পলি অধিকারীর (৩০) সঙ্গে দেগঙ্গার বেড়াচাঁপার বাসিন্দা পেশায় গাড়ি চালক সন্তুর বিয়ে হয়। রবিবার দুপুরে শ্বশুরবাড়িতে অগ্নিদ্বগ্ধ হন পলিদেবী। বারাসত হাসপাতাল হয়ে সোমবার সকালে আরজিকর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনা জানাজানি হওয়ার পরে স্থানীয় বাসিন্দারা সন্তুকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।