Corruption

Panchayat Corruption: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, ডায়মন্ড হারবারে গ্রেফতার দুই তৃণমূল নেতা

ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবেরা বিবির স্বামী মনসুর দপ্তরি এবং উপপ্রধান হাসানুজ্জামান মোল্লাকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১২:৩২
Share:

দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। নিজস্ব চিত্র।

১০০ দিনের কাজে দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধানের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবেরা বিবির স্বামী মনসুর দপ্তরি এবং উপপ্রধান হাসানুজ্জামান মোল্লাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাঁদের আদালতে পেশ করা হবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাতড়া গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের টাকা লোপাট ছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ওই দু’জনের বিরুদ্ধে। সম্প্রতি সেই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ আধিকারিক মিতুন দে বলেছেন, ‘‘ধৃতদের বিরুদ্ধে সাধারণ মানুষই অনেক বার অভিযোগ জানিয়েছিলেন। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।’’

শুক্রবার থেকেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে এলাকায়। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে পদত্যাগ করানো হয়েছে। এ নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি অরুময় গায়েন বলেছেন, ‘‘তৃণমূল দুর্নীতিকে কোনও ভাবেই সমর্থন করে না। যাঁরা এ সব করে দলকে কালিমালিপ্ত করছেন, তৃণমূলে তাঁদের জায়গা নেই। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। অপরাধ করলে সাজা পেতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement