—প্রতীকী চিত্র।
একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দু’জনকে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে গ্রেফতার করল কর্নাটক পুলিশ। ধৃতদের নাম অযোধ্যাপ্রসাদ চৌহান এবং ফারুক গাজি। অযোধ্যাপ্রসাদের বাড়ি উত্তরপ্রদেশে। ফারুক এ রাজ্যেরই হুগলির দাদপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গত ১১ জুলাই কর্নাটকের একটি সোনার দোকানে আগ্নেয়অস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে কর্নাটকের পুলিশ মোট দুই দুষ্কৃতীর খোঁজ পায়। পুলিশ জানতে পারে পশ্চিমবঙ্গের গোপালনগরে আত্মগোপন করে রয়েছেন। সেই অনুযায়ী অভিযান হয়। রাজ্য পুলিশের সহযোগিতা। বৃহস্পতিবার রাতে গোপালনগর থানা এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করে কর্নাটক পুলিশ। শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক দত্ত বলেন, ‘‘কর্নাটকের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ধৃতদের নাম ছিল। এক জন এই রাজ্যের বাসিন্দা। পুলিশ গোপালনগর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করেছে। অভিযুক্তদের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। কর্নাটক পুলিশ তাদের পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে চেয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।’’