বারুইপুরে অনশনে বন্দিরা

অনশনরত বন্দিদের অভিযোগ, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের মামলার শুনানি হলেও ভিডিয়ো কলের ছবি অস্পষ্ট হওয়ায় শুনানি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২০
Share:

ফুটবল খেলা নিয়ে কয়েক দিন আগে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন বন্দিরা। অভিযোগ উঠেছিল কারাকর্মীদের বিরুদ্ধেও। এ বার দ্রুত শুনানি, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির পরিবর্তে আদালতে সরাসরি হাজিরার দাবিতে রবিবার থেকে অনশন শুরু করলেন বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দিরা। ইতিমধ্যে কয়েক জন বন্দি অসুস্থ হয়ে পড়লে তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

অনশনরত বন্দিদের অভিযোগ, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের মামলার শুনানি হলেও ভিডিয়ো কলের ছবি অস্পষ্ট হওয়ায় শুনানি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তাই সরাসরি কোর্টে হাজির হয়েই সওয়াল-জবাবে অংশ নিতে চান তাঁরা। এ ছাড়া ওই বন্দিদের ঘনিষ্ঠদের একাংশ দাবি করেছেন, ওই সংশোধনাগারে কোনও টেলিফোনের ব্যবস্থা নেই। বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বন্দিদের। তাই এই সমস্ত দাবিদাওয়া নিয়েই অনশনে বসেছেন বন্দিরা। তাঁদের মধ্যে অধিকাংশই পকসো মামলায় অভিযুক্ত।

মঙ্গলবার বারুইপুর সংশোধনাগারে গিয়ে বন্দিদের অভিযোগ শোনেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিচারক রবীন্দ্রনাথ সামন্ত। আদালত সূত্রের খবর, ওই সব মামলার সরকারি পক্ষের আইনজীবী ও বিচারকদের সঙ্গে কথা বলেছেন তিনি। অভিযুক্তদের আইনজীবীর ঢিলেমির কারণেই বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে বলে এ দিন তাঁর কাছে অভিযোগ করেছেন সরকারি আইনজীবীদের একাংশ। সূত্রের খবর, অভিযুক্তদের আইনজীবীদের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারেন জেলা বিচারক। কারা দফতর সূত্রের খবর, অনশনকারী বন্দিদের দাবিদাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন