মগরাহাটে সেতুর উদ্বোধনে সেচমন্ত্রী

বহু বছরের পুরনো ভাঙাচোরা নড়বড়ে কাঠের সেতু দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। তাই কংক্রিটের সেতুর দাবিতে এলাকার বাসিন্দারা সেচ দফতরে জানিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:৩৮
Share:

বহু বছরের পুরনো ভাঙাচোরা নড়বড়ে কাঠের সেতু দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। তাই কংক্রিটের সেতুর দাবিতে এলাকার বাসিন্দারা সেচ দফতরে জানিয়েছিল। সেই মতো বছরখানেক আগে মগরাহাট ২ ব্লকের ধনপোতা-মন্দিরবাজার খালের উপরে ধনপোতা মোড়ের পাশে সেতু নির্মাণের শিল্যান্যাস করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বছর না ঘুরতেই সেতুটি নির্মাণের কাজ শেষ হয়েছে। সোমবার তার উদ্বোধন করেন সেচমন্ত্রীই।

Advertisement

সেচ দফতরের প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ হয়েছে ২৪ মিটার চওড়া খালের উপরে সেতুটি তৈরিতে। মন্ত্রী বলেন, ‘‘আমি এক বছর আগে এলাকার মানুষের দাবি মেনে কথা দিয়েছিলাম সেতু, রাস্তা ও চাষের খাল সংস্কার করে দেবো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement