ফের ধস ডায়মন্ড হারবারে

খালের পাড়ে ফের ধস। সোমবার ভোরে ধস নেমেছিল ডায়মন্ড হারবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবালয়ে বিচারকদের আবাসনের পাশে মগরাহাট খাল পাড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০১:৫০
Share:

ধস: পাইপ লাইন ভেঙে বন্ধ জল সরবরাহ। ছবি: দিলীপ নস্কর

খালের পাড়ে ফের ধস।

Advertisement

সোমবার ভোরে ধস নেমেছিল ডায়মন্ড হারবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবালয়ে বিচারকদের আবাসনের পাশে মগরাহাট খাল পাড়ে। বুধবার ধস নামল ওই খাল সংলগ্ন রাস্তায়। নতুন করে ধস নামার ফলে ফেটে গিয়েছে রাস্তার পাশের জলের পাইপ লাইন। ফলে বন্ধ হয়ে গিয়েছে ১, ২, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের জল সরবরাহ। প্রচণ্ড গরমের মধ্যে দেখা গিয়েছে পানীয় জলের সঙ্কট।

ধস মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ করছেন সেচ দফতরের কর্মীরা। আপাতত শালবল্লার খুঁটি পুঁতে অস্থায়ী ভাবে ধস আটকানোর চেষ্টা চলছে। রাস্তার পাশে তাঁবু করে দিন-রাত পাহারা দিচ্ছেন স্থানীয় ক্লাবের সদস্যরা। স্থানীয় বাসিন্দা কমলা চক্রবর্তী, লিপিকা চক্রবর্তীরা বলেন, ‘‘ধস যে ভাবে এগোচ্ছে তাতে আতঙ্কে রয়েছি।’’

Advertisement

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ওই‌খালপাড়ের পাকা রাস্তা পুরোপুরি ধসে গেলে রাস্তা সংলগ্ন বিভিন্ন অফিসের ক্ষতি তো হবেই, পাশাপাশি ওই এলাকাটিও বিচ্ছিন্ন হয়ে যাবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আপাতত কয়েকটি পরিবারকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। বিলি করা হয়েছে ত্রিপল। ডায়মন্ড হারবারের পুরপ্রধান মীরা হালদার বলেন, ‘‘একে দুর্যোগ ছাড়া কিছুই বলা যাবে না। সেচ দফতর কাজ করছে। পাইপ লাইন ফেটে যাওয়ায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’’

কাজের তদারকি করছেন ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবকী হালদার ও রাজর্ষি দাস। রাজর্ষিবাবু বলেন, ‘‘ধস আটকানোর জন্য কিছু গাছ কাটার দরকার। তার জন্য জেলা বন দফতরের অনুমতি চাওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন