কর্মবিরতির ডাক বারাসত আদালতে

বিধাননগর থেকে বারাসত, ব্যারাকপুর থেকে বনগাঁ, বসিরহাটের অনেক গুরুত্বপূর্ণ মামলার জেলা আদালতেই নিষ্পত্তি হয়। প্রতিদিন দেড় হাজারেরও বেশি বিচারপ্রার্থী আসেন। কর্মবিরতির ফলে সব মামলা পিছিয়ে যাবে বলে জানিয়েছেন আইনজীবীরাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০১:৫৪
Share:

এ ভাবেই ভেঙে ফেলা হয় সেরেস্তা। সোমবার, বারাসত আদালতে। ছবি: সুদীপ ঘোষ

আইনজীবীদের বসার কিছু সেরেস্তা ভেঙে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে সোমবার বারাসতের জেলা আদালতে কর্মবিরতি করলেন আইনজীবীরা। ওই আদালতের সব কাজকর্ম আজ, মঙ্গলবারও বন্ধ রাখার ডাক দিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য ওই আদালতের মুখ্য জেলা আদালতের সব কাজকর্ম বন্ধের ডাকও দেওয়া হয়েছে। শনি, রবিবার বন্ধই ছিল আদালত। টানা বন্ধের কারণে আদালতের বহু গুরুত্বপূর্ণ কাজ আটকে গেল। যার ফলে সমস্যায় পড়লেন উত্তর ২৪ পরগনার হাজার হাজার বিচার প্রার্থী।

Advertisement

বিধাননগর থেকে বারাসত, ব্যারাকপুর থেকে বনগাঁ, বসিরহাটের অনেক গুরুত্বপূর্ণ মামলার জেলা আদালতেই নিষ্পত্তি হয়। প্রতিদিন দেড় হাজারেরও বেশি বিচারপ্রার্থী আসেন। কর্মবিরতির ফলে সব মামলা পিছিয়ে যাবে বলে জানিয়েছেন আইনজীবীরাই।

কর্মবিরতির ডাক দিয়েছে ওই আদালতের দু’টি ‘বার অ্যাসোসিয়েশন’-এর আইনজীবী। তাঁরা জানিয়েছেন, এর আগে জেলার মুখ্য বিচারক নোটিস দিয়ে কিছু সেরেস্তা ভাঙার নির্দেশ দেন। সোমবার পুলিশ গিয়ে ১০টিরও বেশি সেরেস্তা ভেঙে দেয়। সকালে আদালতে গিয়ে আইনজীবীরা তা দেখতে পান। এর পরেই প্রতিবাদে পরপর দু’দিন ‘পেন ডাউন’-এর সিদ্ধান্ত নেন আইনজীবীরা। পাশাপাশি, মুখ্য জেলা বিচারকের এজলাসে ওঠা মামলায় অনির্দিষ্টকাল অংশ না নেওয়ার সিদ্ধান্তও নেন তাঁরা।

Advertisement

জেলা প্রশাসনের বক্তব্য, ওই সেরেস্তার বাইরে নতুন নির্মাণ করা যাবে না। আইনজীবীদের অভিযোগ, দুম করে এ ভাবে সেরেস্তা ভাঙতে পারে না প্রশাসন। তবে প্রশাসন সূত্রে পাল্টা বলা হয়েছে, জেলা আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নতুন সেরেস্তা গজিয়ে ওঠা বরদাস্ত হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন