Lockdown

Deganga Lockdown: দেগঙ্গাতে ১৮ জানুয়ারি  থেকে ১২ ফেব্রুয়ারি  পর্যন্ত লকডাউন,  ওমিক্রন রুখতে সিদ্ধান্ত

উত্তর ২৪ পরগণা জেলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণে। কোভিডের এই সাম্প্রতিক স্ফীতিতে বাড়ছে ওমিক্রন নিয়ে উদ্বেগও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ২৩:৫৯
Share:

ফাইল চিত্র।

উত্তর ২৪ পরগণা জেলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণে। কোভিডের এই সাম্প্রতিক স্ফীতিতে বাড়ছে ওমিক্রন নিয়ে উদ্বেগও। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল দেগঙ্গায়। প্রশাসনের সিদ্ধান্ত, আগামী ১৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ বন্ধ থাকবে দেগঙ্গার সমস্ত দোকান-হাট-বাজার।

Advertisement

উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। দেগঙ্গাতেও অনেকে বেড়ে গিয়েছে সম্প্রতি। এই প্রেক্ষিতেই দেগঙ্গার ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সমস্ত বাজার কমিটিকে নিয়ে দেগঙ্গার বিডিও অফিসে বৈঠক করেন বিডিও সুব্রত মল্লিক এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী ১৮, ২১, ২৪, ২৭, ৩০ জানুয়ারি এবং ২ ও ১২ ফেব্রুয়ারি এই সাত দিন দেগঙ্গায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন