পড়িমড়ি শেষ প্রচার সব দলের

শুক্রবার কাকলির দেগঙ্গায় রোড শো করার কথা ছিল। তা বাতিল করা হয়েছে। তবে শেষ প্রচারের ঘাটতি পূরণ করতে প্রার্থী এ দিন সকাল থেকে ফেসবুক লাইভে প্রচার চালিয়েছেন।

Advertisement

সীমান্ত মৈত্র

বনগাঁ শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০২:২২
Share:

বাদুড়িয়ায় বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। সঙ্গে অভিনেতা দেব। ছবি: নির্মল বসু

কথা ছিল, বারাসত লোকসভা কেন্দ্রের ভোটের প্রচারের শেষ দিন, শুক্রবার অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়কে এনে হাবড়া শহরে রোড শো করবে তৃণমূল। সেই মতো প্রস্তুতি চলছিল। বুধবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবারই ভোটের প্রচার শেষ করতে হবে। এরপরই জেলা তৃণমূল নেতৃত্ব তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, বৃহস্পতিবারই শতাব্দীর রোড শো করা হবে। রাত থেকে প্রস্তুতি নিয়ে শুক্রবার সন্ধ্যায় হাবড়ায় সেই রোড হল। শতাব্দী ছাড়াও ছিলেন বারাসতের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বাণীপুর হোমের মাঠ থেকে শুরু হয়ে রোড শো গোটা শহর পরিক্রমা করে।

Advertisement

শুক্রবার কাকলির দেগঙ্গায় রোড শো করার কথা ছিল। তা বাতিল করা হয়েছে। তবে শেষ প্রচারের ঘাটতি পূরণ করতে প্রার্থী এ দিন সকাল থেকে ফেসবুক লাইভে প্রচার চালিয়েছেন। তাঁর কথায়, ‘‘ফেসবুক লাইভে এ দিন প্রায় ৫ লক্ষ মানুষের মধ্যে প্রচার করেছি।’’

জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আমাদের প্রচুর কর্মসূচি কাটছাঁট করতে হয়েছে। শুক্রবার আমার যে আটটি সভা করার কথা ছিল, তার মধ্যে বৃহস্পতিবার মাত্র দু’টি করতে পেরেছি। ৬টি সভা বাতিল করতে হয়েছে।’’

Advertisement

বামেদের তরফে এ দিন সকাল থেকে টোটো, অটো, ছোট গাড়িতে মাইক বেঁধে হাবড়া, অশোকনগরে পাড়ায় পাড়ায় প্রচার চালানো হয়। এই ধরনের প্রচার শুক্রবারের জন্য নির্দিষ্ট ছিল। অশোকনগর এলাকায় এ দিন কয়েকটি মিছিল করে বামেরা। অশোকনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক, তথা দলের জেলা কমিটির সদস্য সত্যসেবী কর বলেন, ‘‘শুক্রবার আমাদের ১৫টি মিছিলের অনুমতি নেওয়া ছিল। সব বাতিল করতে হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি স্লিপ দেওয়ার কাজ বৃহস্পতিবারই শেষ করতে হচ্ছে।’’ বারাসতের বাম প্রার্থী হরিপদ বিশ্বাস এ দিন সকাল থেকে দেগঙ্গা, রাজরহাট, দত্তাবাদ, বাদু এলাকায় রোড শো করেছেন। তিনি বলেন, ‘‘শুক্রবারও কৌশল বদলে আমরা ভোটের কথা বলব।’’

বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। সঙ্গে ভারতী ঘোষ। নিজস্ব চিত্র

বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ এ দিন মূলত বারাসত-মধ্যমগ্রাম এলাকায় রোড শো করেছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিড়া, রাজবল্লভপুর, দেগঙ্গা, মধ্যমগ্রাম, হাবড়ায় সভা ছিল তাঁর। সে সব বাতিল করতে হয়েছে। বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার বলেন, ‘‘শুক্রবার প্রচার বন্ধ হয়ে যাওয়ায় অনেক ঘাটতি থেকে গেল। শেষ দিনে প্রচুর রোড শো, কর্মিসভা, পথসভা ছিল। আমরা তা থেকে বঞ্চিত হলাম।’’

কংগ্রেস প্রার্থী সুব্রতা দত্ত এ দিন শেষ প্রচার করলেন মূলত রোড শো এবং সভা করার মাধ্যমে। সকালে বিধাননগরে রোড শো করেন তিনি। এরপরে গঙ্গানগর, হাবড়া, অশোকনগর-সহ কয়েকটি এলাকায় সভা করেন। সুব্রতা বলেন, ‘‘প্রচারে খুবই ক্ষতি হয়ে গেল। শেষদিনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছিল। বহু সভা, বারাসতে রোড শো বাতিল করতে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন