Madan Mitra

Madan Mitra: শুভেন্দুকে কটাক্ষ থেকে ‘ওহ্‌ লাভলি’, সবই গানে সারলেন মদন মিত্র

রবিবার বনগাঁ শিমুলতলা হটআয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬তম দুর্গাপুজোর উদ্বোধনে আসেন মদন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২২:৫৯
Share:

বনগাঁর মঞ্চে মদন মিত্র। নিজস্ব চিত্র।

দুর্গাপুজোর উদ্বোধনে এসে গানে গানেই বনগাঁর মঞ্চ মাতালেন মদন মিত্র। তবে মদনের গানের নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিজেপি থেকে তৃণমূলে ফেরা নেতাদেরও গানের কথাতেই বিঁধেছেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদনের গানে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়জয়কার ধ্বনিও।

Advertisement

রবিবার বনগাঁ শিমুলতলা হটআয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬তম দুর্গাপুজোর উদ্বোধনে আসেন মদন। ক্লাবের মঞ্চে মাইক হাতে উঠে বক্তৃতার পাশাপাশি গানও ধরেন তিনি। তাতেই শোনা গিয়েছে মদনের জনপ্রিয় ‘ওহ্‌ লাভলি’ থেকে শুরু করে একের পর এক গান। এক সময় গেয়ে ওঠেন, ‘‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল, সঙ্গে ছিল ঢ্যাঁড়স-মুলো, বেচবি বলে ভাবলি, ওহ্‌ লাভলি!’’ অনেকের মতে, শুভেন্দুর নাম না করে আসলে তাঁকেই ‘কুমড়ো’ বলেও কটাক্ষ করেছেন মদন। পাশাপাশি, বিজেপি গিয়েও দলে ফেরত আসা নেতাদেরও বিঁধেছেন তিনি। এ নিয়ে তাঁর মন্তব্য, ‘‘এটা গানের লাইন। যদিও ঢ্যাঁড়স-মুলো আগের থেকে স্লিম (রোগা) হয়েছে।’’

রবিবার বনগাঁর এই পুজোর উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, ‘‘এই পুজোর উদ্যোক্তাদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে এই পুজো উদ্বোধন করলাম।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন