সরকারি পরিষেবা নিয়ে অভিযোগ মমতাবালার

মতুয়া মেলায় পরিষেবা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:৫৫
Share:

মতুয়া মেলায় পরিষেবা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।

Advertisement

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন, ‘‘বহু মতুয়া ভক্ত আমার কাছে অভিযোগ করেছেন, তাঁরা পানীয় জল পাননি। মেলায় বিদ্যুৎ সরবরাহ বার বার বিঘ্নিত হয়েছে। মোটরপাম্প চালানো যায়নি।’’ তাঁর বক্তব্য, ‘‘আমাদের যদি জানিয়ে দেওয়া হত, ওঁরা পরিষেবা দিতে পারবেন না, তা হলে আমরাই বিকল্প ব্যবস্থা করতে পারতাম।’’

যদিও গাইঘাটার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশনারায়ণ গুহ যদিও দাবি করেছেন, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মেলায় ২৫টি শৌচাগার এবং ৩২টি পানীয় জলের কল বসানো হয়েছে। জলের পাউচ দেওয়া যায়নি, তার কারণ, নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হত।’’

Advertisement

তবে সরকারি পরিষেবা যে সে ভাবে দেওয়া যায়নি, তা মানছেন জেলা প্রশাসনের কর্তারাও। জেলাশাসক মনমীত কৌর নন্দা বলেন, ‘‘আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে পারি না। ওরা নিশ্চিত ভাবে এমন কিছু দাবি করেছিলেন, যা আমাদের পক্ষে এই মুহূর্তে করা সম্ভব হয়নি।’’ তাঁর আরও দাবি, ‘‘তারমধ্যে থেকেও আমরা যথাসম্ভব পরিষেবা দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন