—প্রতিনিধিত্বমূলক ছবি।
ডাকাতির ছক কষলে ডাকাতদলকে আগ্নেয়াস্ত্র সরবরাহের দায়িত্ব এসে পড়ে তার উপর। এমনই এক দুষ্কৃতীকে ফাঁদ পেতে ধরল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার পুলিশ। শুক্রবার রাতে ক্যানিং রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বাপি অধিকারী। জানা গিয়েছে, দিন কয়েক আগে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ডাকাতির ছক কষেছিল একদল ডাকাত। তাদের আগ্নেয়াস্ত্র সরবরাহের দায়িত্বে ছিল বাপি। তদন্তে উঠে এসেছে, ডাকাতদলের পরিকল্পনা ছিল পিয়ালী এলাকা থেকে তাদের দু’জন গিয়ে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করবে। কিন্তু পুলিশের তৎপরতায় এক জন আগেই ধরে পড়ে যায়। ডাকাতির ছকও ভেস্তে দেয় পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই বাপির কথা জানতে পারেন তদন্তকারীরা।
শনিবার আলিপুর আদালতে হাজির করানো হয় অভিযুক্তকে। তাকে নিজের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। ক্যানিং থানার এক আধিকারিক জানান, ধৃতের সঙ্গে এলাকার আরও কিছু দুষ্কৃতীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে তার মোবাইল খতিয়ে দেখছে পুলিশ। তার কারবার নিয়েও তদন্ত হচ্ছে।
অন্য দিকে, এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তাজনিত কারণে ক্যানিং রেলস্টেশন এবং সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, এলাকায় বড় কোনও অপরাধচক্র রয়েছে, যাদের সঙ্গে বাপির সরাসরি যোগ রয়েছে। সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা চলছে।