Threat Letter

বৌবাজারে স্বর্ণ ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে ‘মাওবাদী চিঠি’! তদন্তে কলকাতা পুলিশ

জয়ন্ত চৌধুরী নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, দিনকয়েক আগে তাঁর কাছে একটি চিঠি আসে। তাতে প্রেরকের নাম নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৪:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৫০ লক্ষ টাকা জমা দিতে হবে মাওবাদী ফান্ডে। বলে দেওয়া হয়েছে টাকা পাঠানোর ‘ঠিকানা’ও। টাকা না পেলে প্রাণে মেরে ফেলা হবে! এমন হুমকি-চিঠি পেয়ে আতঙ্কিত কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী। ইতিমধ্যে বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম অধিকর্তা (অপরাধ)-কে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জয়ন্ত চৌধুরী নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, দিন কয়েক আগে তাঁর কাছে একটি চিঠি আসে। তাতে প্রেরকের নাম নেই। চিঠিতে বলা হয়েছে, ব্যবসায়ীকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। মাওবাদী ফান্ডে জমা হবে ওই টাকা। জয়ন্ত জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার হাদিপুরে ওই ৫০ লক্ষ টাকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। টাকা না দিলে পরিণতি ভয়ঙ্কর হবে বলে শাসানো হয়েছে। এমন চিঠি পেয়ে স্বাভাবিক ভাবে আতঙ্কিত বৌবাজারের চিনাবাজার স্ট্রিটের ওই ব্যবসায়ী। তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশকে ব্যবসায়ী জানিয়েছেন, এই চিঠি পাওয়ার পর থেকে তিনি আতঙ্কিত। ভয়ে ভয়ে আছেন। চাইছেন, পুলিশ যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। জয়ন্ত বলেন, ‘‘বনগাঁতেও আমার দোকান রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে পুলিশের তরফে আশ্বাস পেয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement