ক্লোরোফর্ম ছিটিয়েই লুঠপাট চলছে স্বরূপনগরে

একের পর এক ঘটনা ঘটেই চসেছে। গৃহস্থের বাড়ি ঢুকে লক্ষাধিক টাকার গয়না, নগদ টাকা, নানা সরঞ্জাম নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। বসিরহাট মহকুমার স্বরূপনগরের এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে ধরে জানতে পেরেছে, সীমান্ত-লাগোয়া একটি দুষ্কৃতী দল এই কাণ্ড ঘটাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৪
Share:

একের পর এক ঘটনা ঘটেই চসেছে। গৃহস্থের বাড়ি ঢুকে লক্ষাধিক টাকার গয়না, নগদ টাকা, নানা সরঞ্জাম নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। বসিরহাট মহকুমার স্বরূপনগরের এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে ধরে জানতে পেরেছে, সীমান্ত-লাগোয়া একটি দুষ্কৃতী দল এই কাণ্ড ঘটাচ্ছে। গৃহস্থকে ঘুম পাড়াতে ক্লোরোফর্ম ব্যবহার করছে তারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বরূপনগরের হঠাৎগঞ্জ এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটছে। ইতিমধ্যে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্মী, ব্যবসায়ীর বাড়িতে একই ভাবে লুঠপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও ঘটেছে একই ঘটনা। এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ক্লোরোফর্ম ছিটিয়ে কাজ সেরে পালিয়েছে দুষ্কৃতীরা।

বছর খানেক আগে স্বরূপনগরের একাধিক গ্রামে এই কায়দায় লুঠপাট চালাত এক দল দুষ্কৃতী। স্বরূপদহ গ্রামে এক বাড়িতে ক্লোরোফর্মে মাত্রা বেশি হওয়ায় পরিবারের তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় শাঁড়াপুল হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করাতে হয়েছিল। পুলিশ জানিয়েছে, লুঠপাটের ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই আমির হোসেন-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement