শ্লীলতাহানি বিজেপি নেত্রীর, ধৃত 

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিকেত দে, সৌরভ পাল ও বিশ্বজিৎ ঘড়াই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা বিজেপির মণ্ডল সভাপতি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০৩:১৪
Share:

স্থানীয় এক বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল দলেরই তিন কর্মীর বিরুদ্ধে। বুধবার বিকেলে অশোকনগর থানা এলাকার কল্যাণগড়ের ঘটনা। বিজেপি নেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিকেত দে, সৌরভ পাল ও বিশ্বজিৎ ঘড়াই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা বিজেপির মণ্ডল সভাপতি।

তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, কী নিয়ে ঝামেলা হয়েছিল ওই দিন তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে লিখিত অভিযোগে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন ধৃতেরা তাঁদের দলেরই কর্মী। তিনি বলেন, ‘‘কারও কোনও বক্তব্য থাকলে তাঁরা দলকে জানাতে পারতেন। এ ভাবে নেত্রীর বাড়ি গিয়ে হামলা মেনে নেওয়া হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement