ডেঙ্গির মোকাবিলায় মশারি বিলি বাদুড়িয়ায়

ডেঙ্গির জীবাণু বহনকারী মশার হাত থেকে বাঁচতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বিলি করা হল শতাধিক মশারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাদুড়িয়া শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৭
Share:

ডেঙ্গির জীবাণু বহনকারী মশার হাত থেকে বাঁচতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বিলি করা হল শতাধিক মশারি। শনিবার বাদুড়িয়ার রুদ্রপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আব্দুর রহিম দিলু, চিকিৎসক সৌগত চক্রবর্তী-সহ অনেকে। সম্প্রতি বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। বাদুড়িয়া তার মধ্যে অন্যতম। মহকুমা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে মাসে প্রায় তিন হাজার মানুষ ভর্তি হচ্ছেন। এঁদের মধ্যে ইতিমধ্যে ১৩ জনের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে। পুরসভা ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে স্কুলে স্কুলে সচেতনামূলক লিফলেট বিলি করা হচ্ছে। মাইকে প্রচার চলছে। ব্লিচিং ছড়ানো হচ্ছে। নিকাশি নালা এবং রাস্তার পাশে আগাছা সাফাইয়ের কাজও চলছে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সুভাষ চৌধুরী, তীর্থঙ্কর ভট্টাচার্য, পার্থ চক্রবর্তীরা জানান, প্রয়োজনের তুলনায় কম হলেও সাধ্যমতো গরিব মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়েছে। পরে আরও মানুষকে মশারি দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন