Drainage System

তোলা পলি ফের নালাতেই পড়ছে পানিহাটিতে

প্রতি বছরই বর্ষায় পানিহাটি জুড়ে জলবন্দি পরিস্থিতি তৈরি হয়। কারণ, বহু বছর বড় নিকাশি নালার সংস্কার হয়নি। মাসকয়েক আগেপানিহাটির পুরপ্রধান বদল হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৮:৫২
Share:

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুরসভা। —ফাইল চিত্র।

কোটি টাকা খরচ করে শুরু হয়েছে নিকাশি সংস্কারের কাজ। কিন্তু নিকাশি নালা থেকে তোলা পলিবর্ষার জলে ধুয়ে আবারও পড়ছে সেই নালাতেই। এমনই অবস্থা পানিহাটিতে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুরসভাও।

প্রতি বছরই বর্ষায় পানিহাটি জুড়ে জলবন্দি পরিস্থিতি তৈরি হয়। কারণ, বহু বছর বড় নিকাশি নালার সংস্কার হয়নি। মাসকয়েক আগেপানিহাটির পুরপ্রধান বদল হয়েছেন। তার পরেই নিকাশি সংস্কারের জন্য কেএমডিএ-র কাছে আবেদন করেন পুর কর্তৃপক্ষ। সেই মতোএক কোটি টাকা বরাদ্দ করেছে কেএমডিএ। বি টি রোডের দু’দিকে ও সোদপুর-মধ্যমগ্রাম রোডের ধারের বড় নিকাশি নালার সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে, পলিতুলে তা ওই নিকাশি নালার পাশে জমিয়ে রাখাতেই ঘটছে বিপত্তি। বৃষ্টির জলে ধুয়ে সেই পলি ফের পড়ছে নালাতেই।

প্রশ্ন হল, তা হলে কোটি টাকা কি জলে যাবে? পুরপ্রধান সোমনাথ দে বলেন, ‘‘কেএমডিএ-রসঙ্গে কথা বলছি। পলি তুলে নালার পাশে না রেখে অন্যত্ররাখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন