Voter List

বিএনপি নেতার নাম মিলল ভোটার তালিকায়

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, অভিযুক্ত সেই ব্যক্তির নাম রিজাউল মণ্ডল। তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। বেশ কয়েক বছর আগে এ দেশে আসে সে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৭:৩৭
Share:

—প্রতীকী চিত্র।

শাশুড়িকে নিজের মা সাজিয়ে এ দেশের ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিক, এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার বাগি গ্রামের। পুলিশের পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছেওই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে প্রশাসন। বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, ‘‘অভিযুক্তের খোঁজে তার বাড়িতে গিয়েছিলেন প্রশাসনের কর্তারা। ওই ব্যক্তি পলাতক।খোঁজ চলছে।’’

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, অভিযুক্ত সেই ব্যক্তির নাম রিজাউল মণ্ডল। তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। বেশ কয়েক বছর আগে এ দেশে আসে সে।বাগি গ্রামের বাসিন্দা সেরফুল মণ্ডলকে বিয়ে করে। সেরফুলের দাবি, স্বামী বাংলাদেশি, সে কথা বিয়ের সময়ে জানতেন না তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন