Kali Puja

Kali Puja 2021: বারাসত ও মধ্যমগ্রামের কোনও কালীপুজোয় ভিআইপি পাস নয়, জানিয়ে দিল জেলা পুলিশ

শুক্রবার পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ২০:৫৪
Share:

এ বছর কালীপুজোয় কোনও পুজো কমিটিই ভিআইপি পাস বিলি করতে পারবে না —ফাইল চিত্র।

এ বছর কালীপুজোয় কোনও পুজো কমিটিই ভিআইপি পাস বিলি করতে পারবে না। বারাসত ও মধ্যমগ্রামের ক্লাবকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হল পুলিশ প্রশাসনের তরফে।
শুক্রবার পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ। কোভিড পরিস্থিতির বিষয়টি নজরে রেখে ওই বৈঠকে পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, পুজো মণ্ডপ এমন ভাবে তৈরি করতে হবে যাতে তার তিন দিক খোলা থাকে। যাতে প্রতিমা দর্শন করে বাইরে থেকেই বেরিয়ে যেতে পারেন মানুষ। মণ্ডপে চার দিন ধরে প্রতিমা রাখার রীতি প্রচলিত বারাসত ও মধ্যমগ্রামে। এ বারও তাই করা যাবে। কিন্তু ৭ নভেম্বর রাত ১২টার পর সমস্ত মণ্ডপে আলো বন্ধ করে দিতে হবে। সর্বোপরি, প্রত্যেক পুজো কমিটিকেই কোভিডবিধির বিষয়টি কড়া ভাবে পালন করতে হবে।

Advertisement

এ দিনের বৈঠকে ছিলেন বারাসতের মুখ্য পৌর-প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তিনিও বলেন, ‘‘কোভিডবিধি অবশ্যই মেনে চলতে হবে আমাদের।’’ ক্লাব কর্তারাও এ বিষয়ে আপত্তি জানাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন