Icchamati River weed

ভরা বর্ষায় ইছামতী আবার ভরেছে কচুরিপানায়! জল ঢুকছে গ্রামে, অভিযোগ পেয়ে তৎপর সেচমন্ত্রী

ধবার বন্যাদুর্গত এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করেছে জেলা পরিষদের একটি প্রতিনিধিদল। এর পরে জেলাশাসকের দফতরে একটি বৈঠকে জরুরি বৈঠকে দ্রুততার ভিত্তিতে ইছামতী এবং যমুনা নদীর কচুরিপানা সাফাইয়ের সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ২৩:৫৬
Share:

কচুরিপানায় ভরেছে ইছামতী। —ফাইল চিত্র।


Advertisement

গ্রীষ্মের গোড়াতেই বিপদের আঁচ মিলেছিল। ভরা বর্ষায় সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। কচুরিপানায় বদ্ধ ইছামতীর দু’পার উপচে জল ঢুকতে শুরু করেছে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ এবং গাইঘাটার মতো ব্লকে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

এই আবহে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার কাছে। তার পরেই সেচমন্ত্রী দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলে সেচ দফতর সূত্রের খবর।

Advertisement

অন্যদিকে, বুধবার বন্যাদুর্গত এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করেছে জেলা পরিষদের একটি প্রতিনিধিদল। এর পরে জেলাশাসকের দফতরে একটি বৈঠকে জরুরি বৈঠকে দ্রুততার ভিত্তিতে ইছামতী এবং যমুনা নদীর কচুরিপানা সাফাইয়ের সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে ইছামতী নদী থেকে কচুরিপানা সাফাইয়ের কাজ শুরু করেছিল রাজ্য সেচ দফতর। তাতে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী ভাবে সমস্যার সমাধান হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement