ফসলের ক্ষতি দেখতে বাদুড়িয়ায় কৃষি কর্তা

ফসলের ক্ষতি দেখতে রবিবার বাদুড়িয়ার দক্ষিণ শিবপুর গ্রামে গেলেন কৃষি দফতরের কর্তারা। তিন দিন আগে ওই গ্রামের কয়েক বিঘা জমির ফসল পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দেখা যায় ওই গ্রামের বেশ কিছু ফসল পুড়ে গিয়েছে। দক্ষিণ শিবপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নুর ইসলাম মণ্ডলের দাবি, ‘‘মাঠে গিয়ে দেখি কলা, কচু, পটল, পুঁইশাক গাছের পাতা ঝলসে গিয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাদুড়িয়া শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:৩৭
Share:

ফসলের ক্ষতি দেখতে রবিবার বাদুড়িয়ার দক্ষিণ শিবপুর গ্রামে গেলেন কৃষি দফতরের কর্তারা। তিন দিন আগে ওই গ্রামের কয়েক বিঘা জমির ফসল পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দেখা যায় ওই গ্রামের বেশ কিছু ফসল পুড়ে গিয়েছে। দক্ষিণ শিবপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নুর ইসলাম মণ্ডলের দাবি, ‘‘মাঠে গিয়ে দেখি কলা, কচু, পটল, পুঁইশাক গাছের পাতা ঝলসে গিয়েছে।’’ গ্রামবাসীদের দাবি, দক্ষিণ শেরপুর এবং দক্ষিণ শ্বেতপুর গ্রামের কয়েক বিঘা জমির ফসল পুড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে অনেকগুলি গাছের। গাছের পাতা দিন দিন কালো হয়ে মাটিতে ঝরে পড়ছে। গ্রামের রাস্তা এবং ফসলের খেত ঝরা পাতার ভরে গিয়েছে। এ দিন বিকালে কৃষি দফতরের কর্তা তিমির সরকার ক্ষতিগ্রস্থ চাষের জমি ঘুরে দেখেন ও ছবি তোলেন।

Advertisement

এক বছর আগে বাদুড়িয়ার ফতুল্যপুর গ্রামেও গাছের পাতা ঝরতে শুরু করেছিল। তখন পরিবেশ বিজ্ঞানী, কৃষি দফতর-সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পাতা ঝরার কারণ খুঁজতে বাদুড়িয়ার গ্রামে আসেন। ইটভাটার ধোঁয়া থেকে ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে। ইটভাটাটি বন্ধ করে দেয় প্রশাসন। স্থানীয় বাসিন্দা মহাসীন মণ্ডলের অভিযোগ, ‘‘ইটভাটা দিয়ে বেরোনো কালো ধোঁয়ার জন্যই এ বারেও ফসলের ক্ষতি হয়েছে।’’ ব্লক প্রশাসন জানিয়েছে, গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন