Sexual Harassment

দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন নির্যাতন, এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, ১৫ বছর বয়সী ওই কিশোরীকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করার পরে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২৩:৩১
Share:

—প্রতীকী চিত্র।

মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, ১৫ বছর বয়সী ওই কিশোরীকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করার পরে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়।

এর পরে তদন্ত শুরু করে দত্তপুকুর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য আনুষঙ্গিক সূত্র ধরে চিহ্নিত করা হয় ‘সম্ভাব্য দোষী’ ব্যক্তিকে। এর পরে বুধবারই গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন, যৌন নির্যাতনের ঘটনায় আর কেউ জড়িত ছিলেন কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement