টানা তিন দিন ধরে পঞ্চায়েতে তালা

আধার কার্ডে ছবি তুলতে গিয়ে এলাকার মানুষ জানতে পারলেন, কম্পিউটারের নথিতে এলাকার নাম ও পিন নম্বর ভুল আছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০২:০১
Share:

তখনও খোলেনি তালা। নিজস্ব চিত্র।

আধার কার্ডে ছবি তুলতে গিয়ে এলাকার মানুষ জানতে পারলেন, কম্পিউটারের নথিতে এলাকার নাম ও পিন নম্বর ভুল আছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।

Advertisement

ঘটনাটি বাগদা ব্লকের ২ নম্বর মালিপোতা পঞ্চায়েত অফিসে বুধবার থেকে চলছিল এই পরিস্থিতি। অফিসের প্রতিটি ঘরেই তালা মেরে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মীরা এসে বাইরে অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। পরিষেবাও শিকেয় উঠেছিল। নানা প্রয়োজনে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ পঞ্চায়েত অফিসে এসে নাকাল হয়ে ফিরে যাচ্ছিলেন। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় বাগদার বিডিও-র উপস্থিতিতে তালা খোলা হয়। সমস্যা মেটানোর চেষ্টা করবেন তিনি, আশ্বাস দিয়েছেন বিডিও মালবিকা খাটুয়া। এক মাসের মধ্যে সঠিক তথ্য দিয়ে নতুন করে ছবি তোলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মূলত চারটি মৌজা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সেগুলি হল পশ্চিম মালিপোতা, নাটাবেড়িয়া, চুয়াডাঙা এবং কুজারবাগী। জায়গাগুলির নাম বা পিন কোডে ভুল রয়েছে কম্পিউটারে নথিভুক্ত তথ্যে।

Advertisement

আন্দোলনকারীদের দাবি, আধার কার্ড না থাকায় প্রচণ্ড সমস্যায় পড়েছেন তাঁরা। গ্যাসের ভর্তুকি পাওয়া বন্ধ আছে, চাকরির পরীক্ষা দেওয়া যাচ্ছে না, এটিএম কার্ড করা যাচ্ছে না। তাঁদের কথায়, ‘‘সব জেনেশুনে আমরা কেন ভুল ঠিকানায় আধার কার্ডের ছবি তুলব? দ্রুত ভুল সংশোধন করে ফের ছবি তোলার ব্যবস্থা করতে হবে।’’ পঞ্চায়েত প্রধান তৃণমূলের মদন দাস বলেন, ‘‘আধার কার্ডের ছবি তোলার বিষয়ে আমাদের কোনও ভুমিকা থাকে না। আমরা ঘর দিয়ে সহযোগিতা করছি মাত্র। এলাকার মানুষকে বিষয়টি জানিয়েও দিয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন