Sandeshkhali Chaos

এখনও ভয় দেখাচ্ছে শাহজাহানের লোকজন, অভিযোগ বিজেপির কাছে

জেলিয়াখালিতে হালদারপাড়ায় পৌঁছতেই দুই বিজেপি নেত্রীকে ঘিরে ধরে গ্রামের মহিলারা জানান, এখনও শাহজাহান বাহিনী ভয় দেখাচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ০৭:৫২
Share:

সন্দেশখালির গ্রামে বিজেপির প্রতিনিধি দল। নিজস্ব চিত্র।

রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ, আত্মীয় আরও ছ’জনকে ইডি’র আধিকারিকদের উপরে হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ফের ছ’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। বাকি দু’জনের জেল হেফাজত হল শুক্রবার। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, ছ’দিন পরে ফের আদালতে হাজির করানো হবে শাহজাহানকে।

Advertisement

অন্য দিকে, এ দিনও জেলিয়াখালি উত্তপ্ত হল শাহজাহান ঘনিষ্ঠদের হুমকি নিয়ে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বাসিন্দারা। এ দিনই বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র-সহ বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ সন্দেশখালির চারটি পঞ্চায়েত এলাকায় যান হাই কোর্টের অনুমতি নিয়ে। বিভিন্ন গ্রামে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। অভিযোগ শোনেন।

জেলিয়াখালিতে হালদারপাড়ায় পৌঁছতেই দুই বিজেপি নেত্রীকে ঘিরে ধরে গ্রামের মহিলারা জানান, এখনও শাহজাহান বাহিনী ভয় দেখাচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ভারতীরা। বেলা ১২টা নাগাদ সন্দেশখালি থানার জেলিয়াখালিতে যান বিজেপির দুই নেত্রী। এখানে পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে গত বৃহস্পতিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিজেপি নেত্রীরা গ্রামবাসীদের বাড়িতে গিয়েও অভিযোগ শোনেন। পরে তাঁরা যান দুর্গামণ্ডপ পঞ্চায়েতের সুখদুয়ানি গ্রামে। এখানে কয়েক দিন আগে গ্রামবাসীরা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাস্তার ইট চুরির অভিযোগে তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন। গ্রামের অনেকে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জমি দখল, অত্যাচারের অভিযোগ করেন।

Advertisement

এরপরে বেড়মজুর ১ ও ২ পঞ্চায়েত এলাকাতেও যান বিজেপি নেত্রীরা। ফাল্গুনী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে সন্দেশখালিতে শাহজাহান বাহিনী অঘোষিত জরুরি অবস্থা জারি করেছিল। মানুষের উপরে অত্যাচার ও শোষণের বহু অভিযোগ পেয়েছি। পুলিশ বিভিন্ন সময়ে আমাদের সন্দেশখালির বিভিন্ন গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল। হাই কোর্টের অনুমতি নিয়ে আমরা ঢুকলাম। এখনও ভয় দেখানো চলছে শুনলাম।’’ ভারতীও বলেন, ‘‘প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পুলিশকেও ছাড় দেওয়া হবে না।’’

সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দারের কথায়, ‘‘তৃণমূলকে কালিমালিপ্ত করতে ভোটের আগে সন্দেশখালিতে এসে বিরোধীরা যা ইচ্ছা তাই বলছেন। অন্যায় হয়ে থাকলে আদালতের পথ তো খোলা আছে।’’

এ দিন জেলিয়াখালি পঞ্চায়েতের পূর্ব জেলিয়াখালি হাড়িরাম পাড়ায় গ্রামবাসীরা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। গ্রামের ভিতরে মিছিল করেন। গ্রামবাসীদের অভিযোগ, এখনও শিবপ্রসাদ হাজরার অনুগামীরা তাঁদের হুমকি দিচ্ছে।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘যাঁরা বিজেপি নেত্রীদের কাছে অভিযোগ করেছেন, সুরাহা হয়নি। পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ করুন, নিশ্চয়ই সমাধান হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন