Ranbir Kapoor

‘ভোর পর্যন্ত বাবা-মায়ের ঘর থেকে ভাঙচুরের শব্দ’, শৈশবের খারাপ সময় প্রকাশ্যে আনেন রণবীর

ঋষি ও নীতুর সম্পর্কের সমীকরণ নিয়ে একসময়ে মুখ খুলেছিলেন তাঁদের ছেলে তথা অভিনেতা রণবীর কপূর। তিনি জানান, বাবা-মায়ের দাম্পত্যে বেশ চড়াই-উতরাই ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৯:৩৯
Share:

রণবীর কপূর। ছবি-সংগৃহীত।

একসময়ে বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ছিলেন নীতু কপূর। সত্তরের দশকে ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কভি কভি’ ছবির পরে খ্যাতির শিখরে ছিলেন তিনি। তবে, প্রয়াত অভিনেতা ঋষি কপূরের সঙ্গে বিয়ের পরেই অভিনয় থেকে বিদায় নেন নীতু। ঋষির সঙ্গে বৈবাহিক জীবনের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন তিনি।

Advertisement

ঋষি ও নীতুর সম্পর্কের সমীকরণ নিয়ে একসময়ে মুখ খুলেছিলেন তাঁদের ছেলে অভিনেতা রণবীর কপূর। তিনি জানান, বাবা-মায়ের দাম্পত্যে বেশ চড়াই-উতরাই ছিল। সম্পর্ক একেবারেই মসৃণ ছিল না। ঋষি ও নীতুকে নিয়ে তাই বিতর্ক ছিল যথেষ্ট। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রণবীর। সেই সময়ে ঋষি কপূর জীবিত ছিলেন।

রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘সেই সময়ে সংবাদমাধ্যমে কী প্রকাশ হত, তা বড় বিষয় ছিল না। আমি মা-বাবার সঙ্গেই থাকি। আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে বাবা-মাকে যেতে দেখেছি। তাই আমিও এটার অংশ ছিলাম। আমি ঠিকই ছিলাম।’’

Advertisement

রণবীর আরও বলেছিলেন, ‘‘আমি একটা বাংলোয় থাকি। বাবা মা নীচের তলায় থাকেন। আমি এক দিন প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে ছিলাম। রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওঁদের মধ্যে ঝগড়া হচ্ছিল। জিনিসপত্র ভাঙচুরের আওয়াজও আসছিল। সবাই এই ধরনের সময়ের মধ্যে দিয়ে যায়। আমার মা-বাবা খ্যাতনামী ছিলেন বলে সেটা সংবাদমাধ্যমে প্রকাশ পেত।’’

বাবা-মায়ের অশান্তির জন্য স্কুলে অস্বস্তি লাগত বলেও জানান রণবীর। তাঁর কথায়, ‘‘স্কুলেও অস্বস্তি লাগত। বন্ধুরা ভাল বলে কিছু বলত না। কিন্তু বুঝতে পারতাম, ওরাও জানে।’’

উল্লেখ্য, ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন নীতু ও ঋষি। বিয়ের আগে শেষ ‘গঙ্গা মেরি মা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে । ২০০৯-এ ফের অভিনয়ে ফিরে আসেন নীতু। তার পর থেকে ‘দুনি চার’, ‘জব তক হ্যায় জান’, ‘বেশরম’, ‘স্পেশ্যাল ২৬’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন