অভিযোগ বিএমওএইচের
Pharmacist

ওষুধ চুরি, গ্রেফতার ফার্মাসিস্ট

ব্লক স্বাস্থ্য আধিকারিক বুধবার রাতেই থানায় অভিযোগ করলেন হিঙ্গলগঞ্জ ব্লকের ন’নম্বর সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে ফার্মাসিস্ট তপন মিস্ত্রির নামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০৪:৪৫
Share:

সরকারি হাসপাতাল থেকে ওষুধ চুরির অভিযোগে ধৃত তপন মিস্ত্রিকে আদালতে তোলা হচ্ছে। নিজস্ব চিত্র

কাজ শেষ। হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন ফার্মাস্টিস্ট। হাতে একটা বড় ব্যাগ। সন্দেহ হয়েছিল সহকর্মীদের। খবর যায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর উপস্থিতিতে সকলের সামনে খোলা হল ব্যাগ। দেখা গেল, একাধিক দামি ওষুধ রয়েছে তাতে।

Advertisement

প্রকাশ্যে ধরা পড়ল চুরি। ব্লক স্বাস্থ্য আধিকারিক বুধবার রাতেই থানায় অভিযোগ করলেন হিঙ্গলগঞ্জ ব্লকের ন’নম্বর সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে ফার্মাসিস্ট তপন মিস্ত্রির নামে। অভিযোগের ভিত্তিকে গ্রেফতার হলেন তপন। বৃহস্পতিবার বসিরহাটের এ সি জে এমের আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজাতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রের খবর, সহকর্মীদের কাছে ধরা পড়ার পর তপন জানিয়েছেন, বাড়িতে খাওয়ার জন্য ওষুধগুলো নিয়ে যাচ্ছিলেন তিনি। একসঙ্গে এত দামি ওষুধ বাড়িতে খান? সহকর্মীদের এই প্রশ্নের আরও কোনও জবাব দিতে পারেননি তপন।

Advertisement

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক সময়ে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে কাজ করতেন তপন। ৬ বছর আগে হিঙ্গলগঞ্জের ন’নম্বর সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে ফার্মাসিস্ট পদে যোগ দেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্যকর্মীদের একাংশ লক্ষ্য করেন, সরকারি ওষুধ হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। অভিযোগ, মূলত দামি এবং জীবনদায়ী ওষুধই উধাও হয়ে যাচ্ছিল। কিন্তু কে বা কারা এ কাজের সঙ্গে যুক্ত, তার হদিস মিলছিল না। সম্প্রতি হিঙ্গলগঞ্জে ব্লক স্বাস্থ্য আধিকারিকের পদে যোগ দেন অঙ্কুশ কর্মকার। সব জানতে পেরে তিনি ওষুধ চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি শুরু করেন।

হাসপাতালের স্বাস্থ্যকর্মী, নিরাপত্তারক্ষীদেরও ওষুধ চুরির বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন অঙ্কুশ। এরপর বুধবার রাতে ধরা পড়েন স্বরূপনগরের বিথারী সীমান্তের বাসিন্দা তপন। এ বিষয়ে অঙ্কুশ বলেন,‘‘ওই ফার্মাস্টিস্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে জানানো হয়েছে।’’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ৩ বছর আগেও তপন হাসপাতাল থেকে ওষুধ চুরি করে পালানোর সময় একবার ধরা পড়েছিল।

পুলিশ মনে করছে, হাসপাতাল থেকে চুরি করা ওষুধ তপন সীমান্তবর্তী গ্রামীণ চিকিৎসকদের কাছে বিক্রি করতেন। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে পুলিশ তদন্ত

শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন