বৃদ্ধাকে ‘ধর্ষণ’, ধৃত যুবক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ওই বৃদ্ধার বাড়ির চালে উঠে টালি সরিয়ে ঘরে নেমেছিল জয়দেব। রবিবার দুপুরে পাথরপ্রতিমা থানায় অভিযোগে বৃদ্ধা জানিয়েছেন, জয়দেবের সঙ্গে কোনও শত্রুতা ছিল না তাঁর। টালির চাল সরিয়ে ঘরে ঢুকে তাঁকে প্রথমে মারধর করে সে। তারপর ধর্ষণ করে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ০১:৫৮
Share:

প্রতীকী ছবি।

সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় পাথরপ্রতিমার ছোটবনশ্যাম নগর থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম জয়দেব জানা। সে ওই এলাকারই বাসিন্দা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ওই বৃদ্ধার বাড়ির চালে উঠে টালি সরিয়ে ঘরে নেমেছিল জয়দেব। রবিবার দুপুরে পাথরপ্রতিমা থানায় অভিযোগে বৃদ্ধা জানিয়েছেন, জয়দেবের সঙ্গে কোনও শত্রুতা ছিল না তাঁর। টালির চাল সরিয়ে ঘরে ঢুকে তাঁকে প্রথমে মারধর করে সে। তারপর ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে না জানানোর হুমকিও দেওয়া হল বলে বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন। ছেলে বাইরে থাকেন। মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। তিনি তাঁর বাড়িতে একাই থাকতেন। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, জয়দেবকে তিনি চিনতেন মাত্র। টালি খুলে নামতে দেখে প্রথমে চোর চোর বলে চিৎকার করেন ওই বৃদ্ধা। পরে হ্যারিকেনের আলোয় বুঝতে পারেন যুবক তাঁর পরিচিত। জয়দেবের গা থেকে মদের গন্ধ বের হচ্ছিল বলেও জানিয়েছেন ওই বৃদ্ধা।

Advertisement

পুলিশ জানায়, জয়দেব বিবাহিত। সে বর্ধমানের একটি হিমঘরে কর্মরত। পুজোয় বাড়িতে এসেছিল। জেরায় সে পুলিশকে জানিয়েছে, ওই বৃদ্ধার সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। সুন্দরবন পুলিশ জেলার সুপার তথাগত বসু বলেন, ‘‘অভিযুক্ত গ্রেফতার হয়েছে।’’ তার বিরুদ্ধে ধর্ষণ এবং মারধরের মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement