Robbery

জয়নগরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি পেট্রল পাম্পের কাছ থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়নগর শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৬:০৮
Share:

ধৃত দুষ্কৃতীরা নিজস্ব চিত্র।

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি পেট্রল পাম্পের কাছ থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হয়েছে। ২টি মোটরবাইকও আটক করেছে পুলিশ। ধৃতদের নাম নীলকমল মণ্ডল (২২), আরিফ হোসেন মোল্লা (২১), হাকিম মণ্ডল (২২) এবং শরিফুল ঘরামি (৩৫)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে বকুলতলা থানা এলাকার বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছিল। তদন্তে নেমে পার্শ্ববর্তী শাহজাদপুরের বাসিন্দা নীলকমল মণ্ডল (২২) নামে এক যুবকের নাম জানতে পারে পুলিশ। গত কয়েক দিন যুবকের উপর নজর রাখা হয়। শুক্রবার পুলিশ জানতে পারে, নীলকমল সহ মোট ৪ জন ডাকাতির উদ্দেশ্যে প্রিয়র মোড়ের কাছে জড়ো হবে। সেই খবর পাওয়ার পরই দুষ্কৃতীদের ধরতে গোপন অভিযানে নামে পুলিশ। রাত দেড়টা নাগাদ ২টি বাইক নিয়ে ৪ দুষ্কৃতী আসতেই তাদের পাকড়াও করা হয়।

ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। শনিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন