Arrest: আইটিআই পড়ুয়া খুনে গ্রেফতার ১

অভিযোগ, শাবল দিয়ে উৎপলের ঘাড়ে আঘাত করে তাপস। মৃত্যু নিশ্চিত করতে শাবল গলায় ঢুকিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ০৭:৩১
Share:

প্রতীকী চিত্র।

বাংলাদেশে পালানোর আগেই পুলিশের হাতে গ্রেফতার হল আইটিআই পড়ুয়া খুনে অভিযুক্ত তাপস বিশ্বাস। বুধবার রাতে স্বরূপনগরের তেঁতুলিয়া খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরার মুখে তাপস স্বীকার করেছে, স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় নেশার ঘোরে উৎপল বিশ্বাস ওরফে ছোট্টুকে সে শাবল দিয়ে খুঁচিয়ে খুন করেছিল। রক্তমাখা শাবলটি পুলিশ তাপসের বাড়ি থেকে উদ্ধার করেছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার বসিরহাট আদালতের বিচারক তাপসকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

গত বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া খালধারের বাসিন্দা উৎপল নিখোঁজ হন। শুক্রবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে, খালপাড়ে কচুখেতের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। গলায় গভীর ক্ষত ছিল। টালিগঞ্জে আইটিআই পড়তেন তিনি। করোনা-আবহে বেশ কিছুদিন ধরে বাড়িতে ছিলেন। ইদানীং নেশা করতেন বলে জানতে পেরেছে পুলিশ। তাপসের বাড়ি থেকে দেড় কিলোমিটার এগোলেই বাংলাদেশ সীমান্ত। উৎপলের সঙ্গে তাপসের মেলামেশা ছিল। দু’জনেই নেশা করত, মেছোভেড়ির ব্যবসায় টাকা সুদে খাটাতো বলেও জানতে পেরেছে পুলিশ।

তদন্তকারীদের দাবি, প্রাথমিক জেরায় তাপস জানিয়েছে, উৎপলের নজর ছিল তার স্ত্রীর উপরে। স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। ঘটনার দিন বিকেলে বাড়িতে স্ত্রী এবং মা না থাকার সুযোগে উৎপলকে বাড়িতে ডাকে তাপস। দু’জনে মদ্যপান করে। সেখানে তাপসের স্ত্রীর প্রসঙ্গে দু’জনের বচসা বাধে। অভিযোগ, শাবল দিয়ে উৎপলের ঘাড়ে আঘাত করে তাপস। মৃত্যু নিশ্চিত করতে শাবল গলায় ঢুকিয়ে দেয়। রাতের দিকে দেহ বাড়ির কাছে খালপাড়ে ফেলে দিয়ে আসে।

Advertisement

তাপসের কথা পুরোপুরি মানতে নারাজ উৎপলের পরিবার। তাঁদের বক্তব্য, মৃত্যুর ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement