শিশুকে খুনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। —প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর নাতনিকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন দাদু। রবিবার সন্ধ্যায় সোনারপুর থানা এলাকার কোদালিয়া কদমতলা থেকে চার বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় শিশুর দাদু, দিদা এবং বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পরে ওই মৃত শিশুর দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবারই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
ওই শিশুর বাবা-মা উভয়েই চাকুরিজীবী। রবিবারও তাঁরা কাজে বেরিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় শিশুর দেহ যখন উদ্ধার হয়, তখন দম্পতি বাড়িতে ছিলেন না। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন শিশুর দাদু, দিদা এবং শিশুটির দেখভালের দায়িত্বে থাকা এক পরিচারিকা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে আচমকা চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। ঘরে ঢুকতেই তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে ওই শিশু। সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। শিশুর দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। ওই ক্ষতচিহ্নগুলি থেকেই খুনের সম্ভাবনার বিষয়ে সন্দেহ জাগে পুলিশের। ঠিক কী ঘটেছিল, তা জানতে শিশুর দাদু, দিদা এবং ওই পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। পরে গ্রেফতার করা হয় দাদুকে। শিশুর দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালী জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। এক জনকে গ্রেফতার করা হয়েছে।