জোটপ্রার্থীর নামে পোস্টার

বিরোধীদের জোট নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণাই হয়নি। প্রার্থীতালিকা তো পরের কথা। কিন্তু জোট প্রার্থীকে জয়ী করানোর জন্য পোস্টার পড়ল হাওড়ার সাঁকরাইলে। পুরো সাঁকরাইল স্টেশন চত্বর এবং তার চারপাশ এই পোস্টারে ছেয়ে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০১:৩০
Share:

বিরোধীদের জোট নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণাই হয়নি। প্রার্থীতালিকা তো পরের কথা। কিন্তু জোট প্রার্থীকে জয়ী করানোর জন্য পোস্টার পড়ল হাওড়ার সাঁকরাইলে। পুরো সাঁকরাইল স্টেশন চত্বর এবং তার চারপাশ এই পোস্টারে ছেয়ে গিয়েছে। তাতে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী সমীর মালিককে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করা হয়েছে। সমীরবাবু ধুলাগড়ি এলাকার সিপিএম কর্মী। বামফ্রন্ট শাসিত হাওড়া জেলা পরিষদে (২০০৮-২০১৩) তিনি অন্যতম কর্মাধ্যক্ষ ছিলেন। এই পোস্টারের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন সমীরবাবু। স্থানীয় এক সিপিএম কর্মীর কথায়, ‘‘জোট হতে দেরি হচ্ছে। তাই ধৈর্য হারিয়ে অতি উৎসাহী কেউ হয়তো এই কাজ করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement