যৌন হেনস্থার অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।
মা ও মেয়ে দু’জনে গিয়েছিলেন শহরের একটি চিকিৎসা কেন্দ্রে। তবে চিকিৎসা করাতে গিয়ে যৌন হেনস্থার শিকার হতে হল দু’জনকেই। এমনটাই অভিযোগ বারাসতের এক নামী চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগকারিণীদের দাবি, নিজেদের বেশ কিছু শারীরিক সমস্যা হওয়ায় চিকিৎসার জন্য এক বেসরকারি চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন তাঁরা। প্রথমে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন মেয়ে। যৌন হেনস্থা করা হয় তাঁকে। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার পরে ওই চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন মা। তাঁকেও যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই প্রসঙ্গে ওই চিকিৎসাকেন্দ্রের আধিকারিকদের কাছে মা ও মেয়ে অভিযোগ জানালেও তাঁদের তরফে কোনও রকমের সাহায্য পাওয়া যায়নি। পরে বারাসত থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন দু’জনে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়েই শুরু হয়েছে তদন্ত। অন্য দিকে, আনন্দবাজার ডট কমের তরফে অভিযুক্ত চিকিৎসকের প্রতিক্রিয়া জানতে চেয়ে তাঁর সঙ্গে একাধিক বার যোগযোগ করা হলেও তিনি কোনও রকম মন্তব্য করেননি।