সাংসদকে গ্রেফতারের প্রতিবাদ

কোথাও পার্টি অফিস বন্ধের অভিযোগ, কোথাও অবরোধ

বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর ঝড়খালির রাজার মোড়ে। যদিও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০০:৪০
Share:

বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর ঝড়খালির রাজার মোড়ে। যদিও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়নি।

Advertisement

বিজেপির অভিযোগ, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে তৃণমূল প্রতিবাদের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। তারই জেরে বাসন্তীর রাজার মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। বাসন্তীর জ্যোতিষপুরেও তাদের একটি দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিজেপি নেতা প্রতিশ্রুতি দেবনাথ বলেন, ‘‘যে সমস্ত মালিকেরা আমাদের ঘর ভাড়া দিচ্ছেন, তাঁদের হুমকি দিয়ে বলা হচ্ছে ঘর ভাড়া না দিতে। এ ছাড়া আমাদের দলীয় কর্মীদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে।’’অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা মন্টু গাজি বলেন, ‘‘ওরা ঘরভাড়া নিয়ে কথামতো টাকা না দেওয়ায় ঘর মালিকই তালা মেরে দিয়েছেন। বিজেপি আমাদের নামে মিথ্যে অভিযোগ করছে।’’

Advertisement

অন্য দিকে, দলীয় সাংসদকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় অশোকনগর রেলগেট এলাকায় বিক্ষোভ দেখান। যশোর রোডে যানজট সৃষ্টি হয়। আধ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।

অন্য দিকে, এ দিনই দু’দফায় বারাসত-হাসনাবাদ লাইনের কড়েয়া কদম্বগাছি স্টেশনের কাছে তৃণমূল কর্মীরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। বেলা ৩টে থেকে দু’দফায় অবরোধ চলে প্রায় ৪টে পর্যন্ত। কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement