Road Accident

বাইকের ধাক্কায় মৃত পথচারী, ঘাতক যানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জনতার, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

সংগ্রামপুরের কাটিয়াহাট রোডের তেঘরিয়া এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া ভাবে এক বাইক আরোহী পথচারীকে ধাক্কা মারে। যার জেরে পথচারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অনুপ মণ্ডল (৪২)।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০০:৪৮
Share:

বাইকে আগুন লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের। — নিজস্ব চিত্র।

বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনার প্রতিবাদে সেই বাইকটিকে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়েরা। অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই পথ দুর্ঘটনা। রবিবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার ঘটনা।

Advertisement

সংগ্রামপুরের কাটিয়াহাট রোডের তেঘরিয়া এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া ভাবে এক বাইক আরোহী পথচারীকে ধাক্কা মারে। যার জেরে পথচারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অনুপ মণ্ডল (৪২)।

বাইক পোড়ানোর মুহূর্ত। — নিজস্ব চিত্র।

মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়েরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাইকটি জ্বালিয়ে পথ অবরোধও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement